চারিদিকে করোনার আতঙ্ক। গোটা রাজ্য তথা গোটা দেশে চলছে লকডাউন। করোনা হানার জেরে গত ১৭ মার্চ থেকে বন্ধ সমস্ত সিরিয়ালের শুটিং। সুতরাং বন্ধ সমস্ত সিরিয়ালের নতুন পর্ব টেলিকাস্টও।
২৭ মার্চ “কে আপন কে পর” ধারাবাহিকের শেষ টেলিকাস্ট হয়। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ সিরিয়ালের শুটিং। ঠিক কবে থেকে নতুন পর্ব দেখা যাবে তা অজানা। এমতাবস্থায় সিরিয়াল প্রেমীরা জানতে খুবই উদগ্রীব যে তাদের প্রিয় সিরিয়ালের প্রিয় চরিত্ররা বাড়িতে ঠিক কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে ইত্যাদি ইত্যাদি।
“কে আপন কে পর” ধারাবাহিকের অতি পরিচিত ও জনপ্রিয় চরিত্র ইতুকে অর্থাৎ তিলত্তমা আইচ (তিতলি) -কে চিরকুট ইনফিনিটির তরফ থেকে এই সমস্ত প্রশ্ন করলে সে জানান যে, “কখনও ক্যারাম বোর্ড খেলে বা কখনও লুডো খেলে, কখনো বা তার পোষ্য দের যত্ন নিয়ে তার সময় কেটে যাচ্ছে।” সব শেষে সে তার দর্শক বন্ধু দের উদ্দেশ্যে করোনার বিরুদ্ধে লড়ার আহ্বানও জানায়।
নিচে রইলো সেই ভিডিও–