সুন্দর ঘন চুল আমরা সবাই চাই। নারী হোক বা পুরুষ সকলেই চান যে তাদের একমাথা ঘন কালো চুল থাকবে। কিন্তু দিনে দিনে নানান সমস্যার কারণে পুরুষ এবং মহিলা প্রায় সকলেই চুলের নানান সমস্যায় ভোগেন। কিছু কিছু ক্ষেত্রে তো কিশোর বয়সেই নারী পুরুষেরা অকালে চুল পেকে যাওয়ার ও চুল পড়ে যাওয়ার মত সমস্যায় ভোগেন।
আসুন আজ এই সমস্যা সমাধানের কিছু ঘরোয়া উপায় জেনে নেওয়া যাক।
পুরনো দিনের মানুষের কথা অনুযায়ী তেল হল চুলের পুষ্টির অব্যর্থ ঔষুধ.. আজ আমরা এরকম কয়েকটি তেল তৈরী করব বাড়ি বসেই..
তুলসী গাছের গুনের শেষ নেই। এই তুলসী গাছের পাতা দিয়ে তৈরী তেল চুলের যত্নে বিশেষ গুরুত্বপূর্ণ। যুগ যুগ ধরে তুলসী পাতা চুলের সমস্যায় ব্যবহার হয়ে আসছে।
১। তুলসী: কিছু পরিমান তুলসী পাতা, লবঙ্গ, ও অল্প কিছু নারকেল তেল নিয়ে তা অল্প আঁচে ফুটিয়ে নিতে হবে।
তারপর মিশ্রণটি ঠান্ডা করে ছেঁকে নিয়ে উষ্ণ গরম অবস্থাতেই মাথায় দিতে হবে।
জবা ফুলের অনেক গুন্ রয়েছে। বিশেষত জবা ফুলের কুসুম দিয়ে তৈরী তেল চুলের জন্য বেশ উপকারী। আসুন দেখে নি কিভাবে জবাকুসুম তেল চুলে ব্যবহার করা যায়।
২। জবা: প্রথমে লাল দেখে জবাফুল ও কিছু করি পাতা জোগাড় করে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। পাত্রে নারকেল তেল ভালো করে গরম করতে হবে। গরম হয়ে গেলে কারিপাতা ও জবা ফুলের নিচের বৃত্তি অংশ ছাড়িয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে।
অল্প আঁচে ১০ মিনিট ধরে টেলটিকে ফোটাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মিশ্রণটি পুড়ে না যায়।
এরপর তেলটিকে ঠান্ডা করে ছেঁকে নিতে হবে। আর তাহলেই জবাকুসুম তেল তৈরী।
এরপর প্রতিদিন রাতে ঘুমাতে যাবার আগে যদি এই তেল লাগাতে পারেন তাহলেই সুফল পাবেন।
৩। আমলকি: প্রথমে আমলকি মিক্সিতে বেটে পেস্ট বানিয়ে নিন।
এরপর সেই পেস্ট থেকে আমলার রস ছেঁকে বের করে নিন। আর তাতে নারকেল তেল মেশান।
এবার এই আমলা ও নারকেল তেলের মিশ্রণটিকে হালকা আঁচে গরম করুন। তাহলেই তৈরী আমলা তেল।
এবার এই আমলা তেল প্রতিদিন মাথায় ভালো করে ম্যাসাজ করতে থাকুন। চুল পড়াতো বন্ধ হবেই, সাথে নতুন চুল গজাতে শুরু করবে।
চুল পড়া নিয়ন্ত্রণে ও চুলকে দীর্ধদিন কালো রাখতে ব্যবহার হয় মেথি তেল। আর এই তেল ব্যবহারের ফলে নতুন চুল গজায় মাথায়।
৪। মেথি: ১ চামচ মেথি ১ চা চামচ সর্ষে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে অল্প পরিমানে জল মেশাতে হবে।
এরপর এই মিশ্রনে ১ চা চামচ মত নারকেল তেল যোগ করতে হবে।
এই মিশ্রণটি মাথায় ভালোভাবে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। শেষে ভালো করে ধুয়ে ফেলুন।
মেথির মধ্যে থাকা লেসিথিন চুলের গোড়ার জন্য বিশাল উপকারী। এটি গোড়া যা পুষ্টি যোগায় ও চুল লম্বা ও শক্ত করতে সাহায্য করে।
তাহলে আর দেরি না করে শুরু করুন চুলের যত্ন।